নিজ হাতে  সব মানুষই-  সাড়ে তিন ;
সে-কথা কি মনে রাখে কেউ, কোন দিন?

জিলিপির প্যাঁচ-  আড়াই;
লিমেরিকেরও তাই ;

শেষ চরণে থাক- তাক ধিনাধিন ধিন ।


(রচনাকালঃ ০২-০২-২০১৮।)












.