(কিশোর কাব্য )

বিটুল পিঠালি খায় বড়ই চটুল;
টুটুল ক্ষেপায় তারে দেখিয়ে নডুল ।
বিটুল শেষে
বলে সহেসে-
রে বুদ্ধু ! ওতেও যে সেই তণ্ডুল...

রচনাকালঃ  ২৪-০৪-২০১৮ ।









.