(কিশোর রম্য কাব্য)
জন্ম দিন ফিরে আসে ।
ফিরে আসে বলে
কিছু প্রশ্ন চিহ্নও নিয়ে আসে
নিজের দিকে তাক করে ...
ভিন্ন স্থান-কাল-পাত্রে রাখা
কতক উপহার যখন
ফিরে
উত্তর কালে
কোন রঙীন মোড়কে !
(রচনাকালঃ ১৫-০৯-২০১৮ ।)
.