আর ইচ্ছেয়-অনিচ্ছেয় ...
সে ফিরে আসে ।
এক ফাগুনেরই তো স্মৃতি
তাও কী আর ঢাকতে পারে সময় !
বসন্তের বাতাস ফাঁক-ফোকর পেলেই
ঘরে ঢোকে; ন্যাড়া গাছে ফুল ফোটায় ;
পলাশ–শিমূল ডালে- জ্বালে আগুন;
আর কোকিল কণ্ঠে যোগায়
মুহু মুহু
কুহু-ডাক
এই স্মৃতি ...
মনকে নিয়ে যায় যে কত দূর;
করে মেদুর; আর নেই-খান থেকে
ডেকে আনে ফের
বিরহ বাতাস...
রচনাকালঃ ০২-০৩-২০১৯ ।
.