টাকার নেশায় ব্যস্ত ছিলাম ভোটে ;
চুরুট থাকতো লাগাতার ঠোঁটে।
ভোট-পর্ব এখন গেছে চুকি;
পণ্যের দামও ঊর্ধমুখী;
ফের প্রশ্নে পড়ি- রুটি-রোজি কেমন করে জুটে?!

(রচনাকালঃ ৩১-০৭-২০১৯।)




.