মুখিয়ে থাকলে সর্বক্ষণ- বাজারের দিকে
চোখও কখনও বেইমান হয়...
উন্নয়নের নামে, ঊর্ধ্বমুখী বিস্তারকে উৎসাহ দিতে
শহরের পাকা-পোক্ত ইমারত ভাঙাকেও মামুলী দেখাতে চাইছে
রূপালী মসৃণ ক্লেডিং'এ মোড়া আজকের এপার্টমেণ্ট ব্যবসায়ীরা
ইতিহাসের
উল্টো দিকে গিয়ে
হাতে পাওয়ার-ব্রেকার ;
তাই বলে ভাঙনের গানে তাল মেলানোর আগে
দেখবো না- ভেঙে দিচ্ছি-টা কি ?
(রচনা কালঃ ১১-১১-২০২৩ ।
401 SERVATS )
.