সুনামি এসেছিল,
নিয়ে গেছে সব ভাসিয়ে !
ভালোবাসা সোপান-মূলে ছিলেম আমি বসে-
বালুকা-বেলায় বাতাস তখন পেলব ;
রাবণ-গোঁফ ঘাস ছিল পায়ের তলায় ।
সোনালী রোদ্দুরে ভাসছিল গাঙচিল
আর ডুব সাঁতারে হংস বলাকা ।
সকাল না হতেই বেরিয়েছিল সে
নৌকা নিয়ে, রোজকার মতো
মাঝ্-দরিয়ায় ।
সুনামি এসেছিল চোরা পথে-
আছড়ে পড়ে সে সোপান পরে
স্ফটিক দেয়ালের প্রায় !
সমুদ্র এখন শান্ত- বিপন্ন মানুষ সব
ফের পেতেছে ভিত ধ্ব্ংসের পর ;
রাবণ-গোঁফও উঠেছে সৈকত জোড়ে ।
(ক্ষীণ) সমুদ্র ঢেউ গুলো যেন আনমনে
ঘাঁ দিয়ে যায় বেদনা বিধুর অলিন্দ-নিলয়ে,
চোখের সামনে অলক্ষ্যে ভেসে উঠে
ভাঙা নৌকা-দুয়ার-চাল ধুধু বেলায় ।
সুনামি এসেছিল-
তাই দু:স্বপ্নরা এখন আমার রাত-জাগায়,
সতত: ঘুম ভাঙায়, বিভীষিকায়-
এই বুঝি আসে সুনামি ফের আবার !
কত অপেক্ষার রাত ভোর হ'ল-
তার পথ চেয়ে ;
সে আসে নি-
দরজায় কড়াও নাড়ে নি !
তাই ভালোবাসা সোপান
এখনও কাঁদে-
সাদ্রাসে সকাল হ'লে ।
(ANUVAL022005)
.