ওরে ভাই ! বসন্ত এসেছে বনে বনে;
মলয় বহিছে যে  আজি  ক্ষণে ক্ষণে !
গুঞ্জরে  ভ্রমর  কলিতে ;
পাপিয়া মাতিয়া সঙ্গীতে-
আহা,  কী  কথা  ক'য়ে  যায় প্রাণে !

রচনাকালঃ ১৮-০২-২০১৮
© পিসিএস ।







.