.        (৪৪)

    কাক দাঁড়িয়ে-
কাঁঠাল ছায়া প'রে
    নবান্ন- দিনে।


        (৪৫)

    তপ্ত  উঠোন
শিশু  ছড়ায়  ধান;
  বেলা- মাধান।


         (৪৬)

   পল্লী  সন্ধ্যায়
ঘুঙুর  বাঁধা  পা'য়
    হাঁস কুলায়।


(রচনাকালঃ ২৯-১০-২০১৮।)






'