কোন সে মন্ত্রে বাংলার মাটি হয়েছিল এত উর্বর
বঙ্গ-ভঙ্গেও নেমে যায় নি যে সে গুণের স্তর!
একদিকে বিনয়-বাদল সহ শত শহীদের নাম
আর দিকে বরকত-রফিক-সালাম...
যাদের কথা শুনে আজও ভিজে দুই বাংলার অন্তর।
(রচনাকালঃ ১৯-১১-২০১৮।
কাব্যঃ আলোর স্রোতে ; গ্রন্থঃ তুমি
এলে বলে।)
'