খাইবার গিরি-পথ হয়ে এসছিল যারা ভারত-তীর্থে
'বসবার ঠাঁই নেই'- বলে নি কেউ; আছে তারা বেঁচে-বর্তে।
বাংলার জন্ম যদিও বঙ্গে
'ইচ্ছে' হ'য়েই ছিল সে অঙ্গে;
বাস্তু-হারা বলো তারে আজ-  কোন শর্তে ?


(রচনাকাল: ১৩-০২-২০২০ ও
১৪-০৫-২০২০)








.