(কিশোর কাব্য )


সেয়ানা কাক লুকায় মাংস চোখ বুজে-
খড়ের ছাউনিতে তার মুখটি গুঁজে ।
যদিও তার জানা
ঘরের সে ঠিকানা-
তবুও পায় না পুনঃ তা আর সে খুঁজে !


(রচনাকালঃ ১৩-০৬-২০১৮।)








.