অনেক ভেবে-চিন্তে স্থির-সিদ্ধান্তে পৌছাল মন;
জড় হ'ল ভ্রাম্যমাণ জীবনের যত সঞ্চিত ধন !
যাযাবর জীবনে যা যা ছিল রপ্ত
আর জমি ক্রয় থেকে শুরু করে গৃহ-অনুরক্ষণে অংশীদারিত্ব
সব নিয়ে সাধের মাকান- আবাসন ।


(রচনা কালঃ ২২/১০/২০১৬ )