৬৫)    সন্ধ্যাকাশ

         ধবল   বক
   সূক্ষ্ণকোণে   ফিরিছে
       সন্ধ্যা-আকাশে।


৬৬)    কুকুর চরিত    

         যত ম্যেসেজ
    কর না ঘৃতে,  বাঁকা-
        কুত্তার লেজ !


৬৭)    কুকুর চরিত  

        বাঁকানো লেজ
   জলাতঙ্ক   রোগে  সে
       সোজা, নিস্তেজ।

(রচনাকালঃ  ০২-১০-২০১৯।)





'