. ১)
গভীরে- মূল;
বাতাস পরকীয়া;
দুলে না কাণ্ড ।
২)
পাহাড় চড়ে
দেখি- রান্নার ধোঁয়া
উঠছে শূন্যে ।
৩)
শুধুই দিলে ;
রাস্তাটা ঢালু হ’ল
তোমার দিকে...
৪)
শুধু নিলেম;
কোথায় চলে গেলে
দেবার কালে?
রচনাকালঃ ২৯-০৬-২০১৯।
.