৩৬)
এক বন্যায়
এক গিন্নী আর এক সময়ের ঠিকে-ঝি
উভয়ই যখন বানবাসী চাঁদমারির ইস্কুল ঘরে
শ্রেণী বিভাজনের
দেয়াল ভেঙে
একটা সম্পর্কের সাপও
গা-গুটিয়ে থাকতে চায় পাশের প্যেনেল-বক্স’এ...
৩৭)
কি ফেলে এলে, যেখানে বসেছিলে ?
চেক্লিষ্ট ?
না-বাদ-পড়ে সে যাচাইতেই তো তুমি বিশিষ্ট...
(রচনাকালঃ ২৬-০৮-২০১৮।)
.