৩২)  পরাগযোগ- ১

       ভ্রমর খুঁজে
   মধু ; জড়ায় তনু
       পরাগ রেণু।


৩৩)  পরাগযোগ- ২

       পরাগে, ফুল-
   পত্র লেখে ; ভ্রমর
      বিলায় তা'রে।


(রচনাকালঃ ১৭-০২-২০১৮।)











.