২৬)     শীতের ছবি

         পাতা ঝরে ঐ
       আমলকীর   বনে  
          শীত-পবনে ।


২৭)    শীতের রেসিপি

           জড়ায়ে কন্থা,
      খুঁজি-  কত  সে পন্থা;
          খাব যে পান্থা।


২৮)    শীতের পুরুত
  
           নাববে স্নানে-
       ব্যস্ত  পুরুত  গানে ;
          পৈতেটা কানে ।


(রচনাকালঃ ২৭-১২-২০১৭।)  













.