. (৩)
বাঁঁকায়না ওগো ভুরুর ধনু
অমনি করে,
মন-পাপিয়াটি যাবে যে মরে
আঁখির তীরে ।
(৪)
কত কথা যায় যে ঢাকা
অনেক-কথার ফাঁকে,
ভালোবাসা যায় না ঢাকা
কোন কথার বাঁকে ।
.