এই তো সেদিন-
পিঁপড়ে গুলো খাবার-ডিম-বাচ্ছা নিয়ে এস্ছিল ;
এবার তারা নেমে যাচ্ছে...
না, না- বুঝলে না ! ব্যপারটা ওখানে নয়, এখানে...
যেখানে হাত- তার একটু উপরে... আরও একটু বাঁয়ে...
চামড়া থেকে অল্প দূরত্বে... যাও, এগোও-
আঁ, আঁ... এ এ এই... ধরতে পারলে ?
আসলে পিঠের উপর একটা অনুভূতি হয়-
পিঁপড়ে হাঁটছে... কখনও একটু ধীরে ধীরে,
কখনও বা একটু তাড়া করে...
তুমি, কবে বলেছিলে- ডাক্তার দেখাতে !
দেখো না- কত কাজ... কাজের পরে কাজ ;
এই পিঁপড়েদের মতোই তো কাজ ;
হাজারো কাজে বেরনোই হয় না...
বেরবো না হয়- যখন তোমারও সেই অনুভূতি হবে-
পিঁপড়ে হাঁটছে...
(রচনাকালঃ ০৮-০৮-২০১৭।)
.