সারাদিন পথচলা...
খাস ঘটনা একটাই- সংবাদ পত্রের পিঠে
সেঁটে যাওয়া পরের দিনের ছবি
কালো অক্ষর
শব্দব্রহ্ম...
দৃষ্টির বাইরের উকি দেয় সূর্য
দেখা মিললেই প্রভাত;
তবুও প্রতিদিনের রুটিনে
নেই কোন হেরফের...
অতঃপর
দৃষ্টিকোণ দাঁড়ায় শূণ্যে
চোখ কূপ-মণ্ডুক
অন্ধ অপলক...
(রচনাকালঃ ০৭-১২-০১৭।)
'