( রম্য কথা  )

সত্যি-  কেউ তো এমন সহজ করে, দাদা!
বলে নি তো আগে- দুধের রঙটা যে সাদা!
তুমিই প্রথম দেখালে হাতে ধরে,
নিজ-হাতটা বকের মতো করে;
হাত বুলাতেই জানলুম- দুধ তো বকের মতোই সাদা !

(রচনাকালঃ  ০৩-০৩-২০১৮ ও ০১-১১-২০১৮।)









.