তেল সান্দ্র ;
সহজ করে চলা- মসৃণ মুদ্রায়...
যন্ত্রের ডাকে বেরনোর পর থেকেই
ঘানির মৃত্যু ঘণ্টা...
তবুও মর্দন-বর্ধন দুই’ই চলে পাশাপাশি;
বাজার মন্দাক্রান্তা...
মিছিল ফেরৎ কিছু কমরেড পথের মুখে পড়তেই
কতক সেলস–গার্লস
এগিয়ে দিলে ফ্রি সেম্পল;
গন্ধ শুঁকার পর সেম্পল ফেরৎ পেয়ে
একজনের স্বগত উক্তি-
শুধু আমলার তেলেই যত আপত্তি...
(রচনাকালঃ ২০-১২-২০১৭।)
.