ওগো ঘৃতকুমারী! সধবার ভিড়ে
তুমি যেন কোন নারী- চিরকুমারী;
অভাগীর ঠাঁই দেউড়ির ওপাশে-
             একান্তে ছাঁইচিতলায়!
    
হায়! কত গঞ্জনা যে সহ-    
আঙিনার কুসুম-কানন পরিহাসে
কয়- চর্ম সুন্দরী! আহা মরি, মরি!  
চর্ব্য-চোষ্য পেয়ে বুঝি বড় !
অম্বলে বুকজ্বালা-
তবু ঘৃত-গন্ধ পায় কা’রা!

বলো, ঘৃতকুমারী! বুকে কত ব্যথা-
তবু মুখে কেন নেই কথা ?

বুঝে গেছি আমি সব-
মরমে মরিয়া গিয়াছ তুমি !  
তোমার সব ক’টা বোন যে- পাচার!
কোন সে মালি, ভালোবাসার নাম করে  
করেছে সওদা-

শহরে-  হোথায়
ড্রাগ-কারখানায়!


(রচনাকালঃ ০৫-০৭-২০১৭ ও
১৩-১২-২০১৭।)









.