তোমার জন্য, আঁকতে বসে  
খোলা জানলাটা হয়ে উঠল ক্যানভাস...

নীল আকাশের যত মেঘ ছিল
সব নিয়ে, জল-রঙে আঁকলে
মরসুমের প্রথম জরীন-মেঘ...

বৃষ্টি হল ; সব রঙ গেল মুছে ;
তুমি ভরে দিলে ফের নতুন রঙে;

তারপর এল রাত;
আঁধার আকাশের ওপাশ থেকে-
ফুটো দিয়ে দেখলে তারার চোখে...

আমাকে বিমর্ষ দেখেই
আঁকলে চাঁদ...

অলক্ষ্যে দেখি, শিল্পী এক ;
আর  আমি- নীরব দর্শক !

তুমি এলে বলে এই সব...


(রচনা কালঃ ২৯-০৭-২০১৭ ।)











.