মাড়ি-দাঁত বের করে চোখের জল ঝরাচ্ছিল
চিড়িয়াখানার কুমির ; বিকেল না হতেই  
গাটেসনে পেস্তা-গ্রীণ ঘাস...

কার্য-কারণ জানা না থাকলেও
কিছু একটাতে বুঝ মানে শিশু মন ;
আনন্দে থাকে ওরা...
কিন্তু এ যৌবন... হাজারো কথায় উন্মন !  

এতক্ষণে একটা চিড়য়াখানায় চলে যাওয়ার কথা-
কী একটা ছুতোয় সকালটা হয়ে আছে আঁধার!
কেন্নোর কেন্দ্রে ঘোরা-ফেরা করবে দুপুর ;

সত্যি রাতও কি খুঁজে পাবে-
ছিঁচকাঁদুনের ঠিকানা !

(রচনাকালঃ ০৬-০৮-২০১৭ ।)



















.