আষাঢ় গগনে বাতাস আজিকে সংপৃক্ত;
বৃষ্টিতে হ’ল ধরণী সরস ও সিক্ত ।
নদী-নালা ভরা জল
ভেজা তরু-শাখা-ফুল-দল;
ঘরেতে বঁধু-  তবু  যেন কবি আজ রিক্ত !

রচনাকালঃ ১১-০৭-২০১৮
© পিসিএস ।






.