আপোষ  করো  নি, কবি !
      আপোষ করে নি
  তব  কর,  তব  করোটি  ।
   তবুও শোকাতুর মোরা-
তোমায়  যে  আজ  হারিয়েছি !
   ওগো- প্রিয় সব্যসাচী !!


'