. (গীতি- কবিতা)
কেন সে আসে ফিরে মনে- সখী, বল না !
সহে না, আর সে যাতনা !
কবে যে বিদায় নিয়েছে রবি,
মেঘের ফিতায় আজি বিজলীর ছবি ।
দামিনী ঘনিছে সঘনে, সে যে এল মোর মনে!
মলয় আবহ সঙ্গীতে ভাসিয়ে দিল চোখ অশ্রুতে ।
মেঝের পরে সেজের আলো কাঁপে মাঝে মাঝে,
বিবাগী-মন যায় না সে তো কোন কাজে !
(রচনাকালঃ ১৯৯০ ।)
.