(গীতি-কবিতা)
কত না সাগর-নদী, মরু ও প্রান্তর-
কত যে সকাল সাঁঝে পেরোনোর পর
কাছাকাছি হ’ল দু’টি মন দু’টি প্রাণ ।
ঝরণার সুর আর পাখিদের গান-
রামধনু রঙ নিয়ে রঙীন পরান ;
সাগরের ঢেউ প'রে দোদুল দুলায়
হিসেবের ফু্লে-ভরা দেয়াল-আঁকায়
ঘরের ভিতর ঘর রচি দু'জনায় ।
কোন দিন আসে যদি দমকা হাওয়া,
ভেঙে যায় সেই ঘর নিজের ছাওয়া-
ভিতর-বাহির যদি হয় একাকার
মুক্তো-মাখা ব্রজ-কণা কুড়িয়ে আবার
পারবে কি তুমি প্রিয়, বলো আমায়-
ঘরের ভিতর ঘর, গড়া পুনরায় ?
(রচনাকাল: ১১/১২/২০১৬ ।)
_________________
*কাব্য: অচেনা আলোয় ;
গ্রন্থ: তুমি এলে বলে ;
কপিরাইটস্ : © ২০২০ পিসিএস।
.