পঁচিশে বৈশাখে দেখি
সাগর-  ফেনিল ; মাটি-   মৌন মহান ;
আর আকাশ-   শুভ্র মেঘ-মালায় ...

জল-স্থল-অন্তরীক্ষ মিলে
একটা মানুষের মুখ...
তিনি- আর কেউ নন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

যে পরিদৃশ্যের মাত্রা মেলাতেই পারি না ।

রচনাকালঃ ০৯-০৫-২০১৮, DBPCAC.
(কাব্যঃ  আলোর স্রোতে ;  গ্রন্থঃ তুমি
এলে  বলে ।)











.