ভাইয়ের রক্তে রঞ্জিত ২১শে ফেব্রুয়ারি ;
তামাম বিশ্ব আজ স্মরিছে নাম তাদেরি-
রফিক–সালাম আর
বরকত-জব্বার ...
যারা রেখেছিল বাংলার মান জীবনকে বাজি ধরি ।

রচনাকালঃ ০৬-০৩-২০১৮ ।
(কাব্যঃ  আলোর স্রোতে ;  গ্রন্থঃ তুমি
এলে  বলে ।)











.