বগলে ডিগ্রীর ফাইল গুঁজে
রোজ ছোটে কলকাতার এপার ওপার,
ছেঁড়া জুতোয় দড়ি বেঁধে হাটে।
'নো-ভ্যাকেন্সি' ঝোলে যেদিকেই তাকায়...
বাসে চড়ার টাকা কম
ছোটে তাই হরদম
আকাশ ছোঁয়া চাল-ডাল-সবজী
একটা চাকরী চাই-ই চাই।
জুতো হাতে বাড়ি ফেরে রাতে
অসুস্থ মায়ের গোঙানি কানে ভাসে,
তবু আজও রাত গভীর হলে
প্রেম নামে শরীরে-কোল বালিশে।