প্রতিটি দিবস হইয়া বিবশ
তোমারে ভাবিয়া মরি
বিনিদ্র রজনী হায় গো সজনী
তোমারে ই ম নে করি।
এ মনে তুমি এ প্রানে তুমি
তুমি ই হৃদ স্পন্দনে
বাঁধিয়াছ মোরে তুমি বাহুডোরে
অদৃশ্য প্রেম বন্ধনে।
যেতে চাহি ছাড়ি তবু নাহি পারি
তোমা হতে কভু দূরে
শোনেনা বারন আমার এ মন
গাহে যে তোমার সুরে।
যে দিকেতে যাই নাই কিছু নাই
চারিদিকে শুধু তুমি
তোমার'ই প্রেমে স্বর্গ আসি নেমে
চুমিয়াছে মোর ভূমি।
ভূবন মোহীনি পবন তটিনী
হইয়াছে একত্র
মনে ভাবিলেম একি তবে প্রেম
নাকি" কল্পনা" মাত্র।