মামদো ভুতের হুমদো ছোড়া
এখন বড় ব্যস্ত।
ক-রাত ধরেই তার মগজে
চিন্তা ঘুরছে মস্ত।
যেমন করে ভুতের সংখ্যা
বাড়ছে দিনে দিনে।
এমন যদি চলতে থাকে
পাঠাতে হবে চীনে।
গাছ পালা যা ছিল দেশে
সবই গেছে ভরে।
পোড়ো বাড়ি প্রোমোটারে
মল দিয়েছে গড়ে।
কিন্তু ভুতের নিয়ম কানুন
ভীষণ রকম কড়া।
থাকতে হবে সেই দেশেতেই
যেথায় যাবে মারা।
তারা এখন থাকবে কোথায়
যাচ্ছে চুরি আশ্রয়।
হরর ফিল্ম দেখে দেখে
হারিয়ে গেছে ভুতের ভয়।
অনেক ভেবে মামদো ভুতে
প্ল্যান করেছে খাসা,
বহুতলের লিফট রুম সব
করবে ভুতের বাসা।
রাইটার্স টা ভয় দেখিয়ে
করতে পারলে ফাঁকা।
কয়েক হাজার শিক্ষিত ভুত
যাবেই তাতে রাখা।
বাকি কিছু গাইয়া ভুত
গাঁয়েই হবে পোস্টিং।
সুইসাইড কেস মেট্রো রেলে
করতে হবে শিফটিং।
এমনি করে বছর পাঁচেক
কাটিয়ে দিতে পারলে।
মামদো হবে আবাস মন্ত্রী
আগামী ভোটে নামলে।