জলে হয় জন্ডিস
নিপা ভরা ফল,
আনাজেও বিষ আছে
খাব-টা কি বল।
মাংসটা ভাগাড়ের
পাউডার পনিরে,
ডিমে আছে প্লাস্টিক
জানে তা-কি হাঁসেরে?
চালে-তে কাঁকড় ভরা
সন্দেশে ময়দা,
চর্বিতে ঘি হয়
বলছিল বড়দা।
মন দিই কবিতায়
খাওয়া দাওয়া ছেড়ে,
সেখানেও ভেজাল দেয়
কবিতার চোরে।
যদিও ভেজাল তাতে
বেশি দিতে অক্ষম,
দুটো নাম বদলায়
এরবেশি নেই দম।
সুরা-টাই খাঁটি আছে
আর আছে গাঁজা,
কিন্তু খাইলে হেথা
আছে বড় সাজা।
অনেক ভেবেছি তাই
শুয়ে কাল রাত্রে,
সুখটান দেব গিয়ে
হিমালয় গাত্রে।
তাতে যদি বর পাই
শিব কি ব্রহ্মার,
তিন বর চেয়ে নেব
বেশি নেই দরকার।