ভাল্লাগেনা তোমায় ছাড়া
একলা ছাদের চিলেকোঠায়
ভাল্লাগেনা তোমায় ছাড়া
শ্রাবণ ধারায় শীতের কাঁথায়
ভাল্লাগেনা তোমায় ছাড়া
একলা চলার দীর্ঘ পথে
ভাল্লাগেনা তোমায় ছাড়া
দুর্গা পূজার অঞ্জলি তে
ভাল্লাগেনা তোমায় ছাড়া
ফেসবুক কি হোয়াটস অ্যাপ
তোমায় ছাড়া তাইতো আমি
করছি শুধুই মনস্তাপ