তোমার জন্য কবিতা লিখতে বসে
আকাশ পাতাল ভাবনা আসছে মনে,
এনাক্ষী না তোমার পটল চেরা চোখ
এই কথাটাই ভাবছি ক্ষণে ক্ষণে।
তোমার জন্য কবিতা লিখব বলে
উপমা ভাবি সমস্ত কাজ ফেলে,
তোমার চুল সেকি কালো মেঘ
নাকি রাস্তা হচ্ছে কালো পিচ ঢেলে।
তোমার জন্য কবিতা লিখছি জানো
ভাবছি তোমায় করব কিসে খুশি,
নাকটা তোমার টিয়া পাখির ঠোঁট
বাঁশ যাবে কি যদি বলি বাঁশি।
তোমার জন্য কবিতা লিখব তাই
কলম নিয়েই করছি নাওয়া খাওয়া,
ঠোঁটটা তোমার লাল দোপাটি ফুল্
নাকি ওষ্ঠ তোমার কমলা লেবুর কোয়া।
এই যে তোমায় লিখছি ছাই পাঁশ
লাগবেনা যে ভাল তোমার জানি,
আমার তবু কবিতা লেখার সাধ
তোমায় দিলাম এই কবিতা খানি।