প্ল্যাটফর্মে ছুটছে ভোলা
ধরতে হবে ট্রেনটা,
কেউ শুনছেন ও দাদারা
টানুন না ভাই চেনটা।
চাকরি আমার থাকবেনা আর
আজকে হলে দেরি,
করতে হবে এই ট্রেনেতেই
লেবু লজেন্স ফেরি।
হঠাৎ গেল ট্রেনটি থেমে
লাফিয়ে ওঠে ভোলা,
উঠেই দেখে এক মক্কেল
চেনটা ধরে ঝোলা।
খুব বাঁচালেন আমায় দাদা
প্রনাম জানাই পায়ে,
এবার ঝোলা বন্ধ করে
চুমুকটা দিন চায়ে।
আপার বার্থ স্লিপ করে
ঝুলছি ধরে চেনটা,
এবার আমায় নামান না ভাই
নইলে যাবে প্রাণটা।