বারুদের গন্ধ পাইনি এখনো,
কানেও বাজছে না অতন্দ্র সাইরেন ।
আমার গায়ে লাগেনি যুদ্ধের আঁচ,
বোবা হয়ে দেখি পুড়ে যায় ইউক্রেন ।
বড় মাছ গিলে খাবে ছোট মাছটাকে ,
দুধের শিশুরা কি খাবে কে নেয় খোঁজ ?
আকাশ ঢেকেছে মিসাইল, কপটারে-
শান্তির বানী কে শোনাবে তাই কান পেতে থাকি রোজ ।