তুমি ডাকলে না, তাই কবিতার সাথেই
হেঁটে চলেছি তোমার পূর্ণিমা চাঁদের
মতো খোলা পিঠের আলোক অনুসরণ করে।

তুমি হাসলে, কিন্তু হাত বাড়ালে না- তাই
নদীর মত তোমার প্রাণোচ্ছল হাসির তরঙ্গে
মন উথাল পাথাল করে কবিতার সাথেই ভেসে চলেছি।

তোমার পথ চেয়ে ছিলাম অনেক দিন- তুমি আসলে না।
তুমি আসবেনা জানি। তাই কবিতার সাথে কাটিয়ে দিলাম
লেকের ধারে বসে একান্তে অনেকটা সময়। হাস গুনতে গুনতে তোমার
চুলের মতো অন্ধকার নেমে আসলে কবিতার হাত ধরেই ঘরে ফিরলাম।

তুমি আসবেনা জানি তাই কবিতাকেই জড়িয়ে ধরেছি।
তোমার পরশ সেতো পরশ মানিক পাওয়া, কবিতাই
পাশে থাক, তবু তো সে আমার ওপর অভিমান করে মাঝে মাঝে।



শিরনাম  টি পরিবর্তন করতে চাইছি। ভালো শিরনাম থাকলে দিন।