কবিতারা যখন মাধ্যম হয় তখন অনেক,
জমে থাকা না বলা কথা অবলীলায় ঝরে পরে
শ্রাবণের ধারার যতেক।
কবিতারা মাধ্যম হলে না দেখা ছবি ওঠে ভেসে।
ছুঁয়ে থাকে তোমার অদৃশ্য হাত,
বসন্ত জেগে ওঠে গ্রীষ্মের ধুসর ক্যনভাসে।
কবিতারা মাধ্যম হলে, সাহারায় ঝরে বৃষ্টিপাত।
অনেক মরে যাওয়া প্রেম জেগে ওঠে,
অনেক সাধারন ফুল হয়ে ওঠে পারিজাত।
কবিতারা মাধ্যম হলে, দুটি মন তরঙ্গে মেলে।
হৃদ স্পন্দন বাড়ে, ইচ্ছে গুলো আস্কারা পায়।
শিরায় শিরায় বেদনার বিদ্যুৎ যায় খেলে।
কোনদিন হাতে হাত রাখবেনা জানি,
চোখে চোখ মিলবে না,পাশাপাশি হবেনা তো কথা।
তবু কাছে রেখো ছেঁড়া পাতাখানি।
কবিতারা মাধ্যম হলে মনে হয় কোন একদিন,
ছুঁতে পারে তোমার হৃদয় তোমারি অনুরোধে লেখা
কবিতার একটি লাইন।