অনেক তো হোল নিপীড়িত মানুষের কথা।
ফুটপাতবাসী, পথশিশু, ঝুপড়ির
নীল প্লাস্টিকে শুয়ে মায়াবী চাঁদের গপ্প।
গরম ভাতের ধোঁয়া কখন যেন বাস্প
থেকে কান্না হয়ে ঝরে পড়ল রঙিন ক্যানভাসে।
কিম্বা পান্তাভাত ঠাণ্ডা করে দিল প্রেমে পোড়া গভীর ক্ষত।
অনেক তো হল নিরন্ন-বুভুক্ষ মানুষের কথা।
খালি পায়ে কাঁকুরে পথে হেঁটে যাওয়া
ছেঁড়া শাড়ি পরা সাঁওতাল রমণীর সর্বহারার গান।
আর নয়।
কবি এবার নিজের কথা বল।
শুধুই নিজের মনের কথা।
এক নয় দুই নয় তিন সত্যি করে বল।