কিছু সুর ওঠে মাউথ অর্গানে
কিছু তাল কাটে, তার ছেঁড়া এসরাজে।
কিছু সময় ধরা পড়ে কবিতায়
জমে থাকা কান্নারা বেরোবার পথ খোঁজে।
কথা দেওয়া থাকেনা যখন কিছু
একপেশে প্রেম একটা হৃদয় পোড়ায়।
এমনি কতই ভালবাসার নুড়ি পাথর
পথ খুঁজে ফেরে কত না পাগলা ঝোরায়।
কোন তীরে নদী গড়েছিল জনপদ
কত নীড় ভেসে গেছে কোন বাঁকে।
ফেলে আসা পথে নদী-তো ফেরেনা
মন পোড়ানোর খবর কেই-বা রাখে।