তুমিও ঠিক ,আমিও ঠিক
বলছে যারা তারাও ঠিক ।
তবুও কেন ধিক ধিক
জ্বলছে ঘরে আগুন ?
ঘরে আগুন
পেটে আগুন
মনেও মোদের
জ্বলছে আগুন
আগুন নিভবে কি ?
তুমিও ঠিক ,আমিও ঠিক
ঘড়ির কাঁটাও চলছে ঠিক ।
সভ্যতা হাসে ফিক ফিক ফিক
মানুষ খাচ্ছে গুলি !
চলছে গুলি
মরছে কুলি
নেতার মুখে
শুধুই বুলি
বন্ধ হবে কি ?
তুমিও ঠিক ,আমিও ঠিক
মানুষ এবার শপথ নিক ।
মানুষ আরও হোক নির্ভীক
দেশটা নেতার নয় ।
নেতার নয়
কেতার নয়
ভোটটা শুধু
জেতার নয়
আজকে বলে দিই ।