প্রতি পলে কত কি হারায়
কে রাখে খবর তার ?
একটি শিশু স্বপ্ন হারায়
পিঠেতে বইয়ের ভার ।
একটি মেয়ে লজ্জা হারায়
শিকারীর পাতা ফাঁদে ।
একটি শ্রমিক জীবন হারায়
অভুক্ত শিশু কাঁদে ।
একটি শিশু শৈশব হারায়
দুমুঠো ভাতের তরে ।
জীবন কে ভোগ তারাই করে
অর্থ যাদের করে ।
দুজন প্রেমিক স্বপ্ন দেখে
থাকবে সুখের নীড়ে ।
চির শান্তিতে শুয়েছে রিজ
মাটির বিছানা পরে ।
একটি মা স্বপ্ন দেখে
সন্তান দেবে সুখ ।
বৃদ্ধাশ্রমে পাঠায় সে মাকে
এমনি কলির যুগ ।
স্বামী স্ত্রী স্বপ্ন দেখে
আগামী জীবনের
হঠাৎ স্ত্রী স্বামীকে হারায়
ভাসে সংসার স্বপনের ।
এমনি আরও কত কি হারায়
কে রাখে খবর তার ?
মানবিকতা হারিয়ে মানুষ
না হয় নির্বিকার ।