তোমায় হল-না ভালো রাখা।
ভলোর কাঁথায় জ্বলছে আগুন
মিছেই স্বপ্ন দেখা।
তোমায় পারিনি দিতে সুখ।
সুখ পাখিটা উড়ে গেছে
ভরিয়ে ব্যাথায় বুক।
তোমার চোখ ভাসছে জলে।
অবুঝ তোমার মনের মানুষ
কাঁদায় প্রতি পলে।
তবুও আমায় আঁকড়ে ধরো।
ভালোবাসায় হৃদয় ভরো
তুমিই শুধু পারো।
আমার বাঁধন কাটবে কবে?
কালের পরে কাল ফুরাবে!
তুমি থাকবে নীরবে।
আজ দিনটা তোমার জন্য,
আজকে শুধু হই চই আর
কালকে আবার পণ্য।