স্পর্শে তোমার শীতল হব আমার দারুন জ্বর।
তুমি কি আসবে রাঙা বাস পরে,
তোমার কোমল হাতের ছোঁয়া দেবে-কি মাথার পর?
নীরব দুপুরে দারুন গরমে নিভৃতে ঘরের কোনে-
দিতে পারো কিছুটা বে-হিসেবি সময়,
সোহাগ ভরে হৃদয়ের কাছে নিতে পারো আনমনে।
নিশীথ রাতে তারার আলোয় শুধু তুমি আর আমি!
না-হয় খেলব জোনাকি ধরার খেলা।
মনের কথা বুঝতে পেরেও ধরা কি দেবে তুমি?
বসন্ত আজ নাই-বা থাকুক এসেছে নতুন বর্ষ।
পারিনা কি পেতে কাঁপা কাঁপা হাতে
আবেশ জড়ানো তোমার পেলব স্পর্শ।