পথে কত শিশু কাঁদে
পায়না দুটি ভাত।
মধ্য রাতে যৌন ক্ষুধা
ইজ্জতে দেয় হাত।
বারো বছরের একটি মেয়ে
শুয়ে পথের ধারে।
দুটি যুবক তুলল তাকে
একটি গাড়ী করে।
ঘুমের ঘোরে একলা ময়ে
সাধ্য কি দেয় বাধা,
পিশাচ গুলো অসংখ্য বার
মেটায় যৌন ক্ষুধা।
এত কিছুর পরে তবুও
মেটেনা তদের আশ।
খালের মাঝে কদিন পরে
মেলে নগ্ন লাশ।
পুলিশ আসে মিডিয়া আসে
বিশাল হৈ চৈ।
রাত আটটায় মুখোমুখি
বিচার মেলে কই।
মোমবাতি সব যায় যে জ্বলে
সেই মেয়েটির মত।
কেউ ভাবেনা কোন মলমে
ভরবে এমন ক্ষত।
এমনি কত পথ শিশু
পথেই হয় শেষ।
আমরা শুধু লিখতে পারি
লেখায় ফোটে দ্বেষ।