আমি তোমায় প্রেম চেয়েছি যত
তুমি আমায় যা দিয়েছো
তুমিই জানো...
আর বাকিটা থাকনা ব্যক্তিগত।
তোমার মনে কয়েক হাজার ক্ষত
তাই চেয়েছ মনখারাপের কাব্য।
কি দিয়েছি?
বইয়ের ভাঁজে থাকনা ব্যক্তিগত।
বাড়িয়ে দিলে হাতটা কেমন হত?
রক্ত ধারায় ভিজত নাতো,
ভিজতো ঠোঁট....
আর কি হত থাকনা ব্যক্তিগত।
গভীর প্রেমের লিখছি কবিতা কত
তোমার হাত ধরিনি আজো
তাও কি-করে?
সেই কথাটা থাকনা ব্যক্তিগত।